প্রতিবন্ধিত্ব জয় করে সফল উদ্যোক্তা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM
তিন বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারান জিতু। বাবার কোলে-পিঠে চড়ে বিদ্যালয়ে গমন। কিন্তু মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও পরিবারের বোঝা হতে চাননি তিনি। নিজেকে স্বাবলম্বী করতে নানা কাঠখড় পুড়িয়েছেন। কখনো বাবার ভাঙারির দোকান, আবার কখনো মুঠোফোন সার্ভিসিংয়ের কাজ করেছেন। বন্ধুর কম্পিউটার নিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখেন। এরপর আর পেছনে ফিরতে হয়নি জিতুর। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি উদ্যোক্তা হয়ে শিশুদের কাপড় তৈরি করে অনলাইনে বিক্রি করছেন জিতু। তাঁর কারখানায় বর্তমানে ৭০ জন মানুষ কাজ করেন। একসময় অন্যের সাহায্য ছাড়া চলাচল করতে পারতেন না। আর এখন চড়েন ব্যক্তিগত গাড়িতে। অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধিতা জয় করে জিতু হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।
মন্তব্য( ০ মন্তব্য)