প্রাথমিকে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২০ PM
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৫৮ হাজার জন নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন প্রার্থীরা। ২২ নভেম্বর (মঙ্গলবার) সকালে সচিবালয়ের সামনে গিয়ে বাধার মুখে পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কয়েকশ চাকরিপ্রার্থী। এদিকে, ঢাকার বাইরে রংপুর, চুয়াডাঙ্গা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় প্রার্থীরা একই দাবিতে মিছিল ও মানবন্ধন করেছেন। চলমান নিয়োগ কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়ের সব শূন্যপদ পূরণ, পদ ৫৮ হাজার পর্যন্ত বৃদ্ধি ও ভাইভায় অংশ নেওয়া প্রতি তিন জনের একজনকে নিয়োগের দাবি জানিয়েছেন প্রার্থীরা। চলতি মাসের শেষ সপ্তাহে এই নিয়োগের ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার প্রার্থীকে নিয়োগের কথা ইতোপূর্বে বলা হলেও পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩২ হাজার ৫৭৭টিই রাখা হচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপরই এই সিদ্ধান্তের বিপক্ষে সমাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে শুরু করেন লিখিত পরীক্ষায় শিক্ষক নিয়োগের ভাইভায় অংশ নেওয়া প্রার্থীরা। সারাদেশের সব শূন্যপদ পূরণ করলে নিয়োগের সুযোগ পাবেন প্রায় ৫৮ হাজার প্রার্থী। তাই প্রার্থীরা এসব শূন্যপদ পূরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। দুই বছর আগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তখন ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের ব্যাপারে অনুমোদন দেওয়া হয়। এরপর পদ বাড়িয়ে ৪৫ হাজার নিয়োগের কথা বলা হয়। করোনাসহ বিভিন্ন কারণে নিয়োগ কার্যক্রম দীর্ঘ দিন ধরে ঝুলে ছিল। এরই মধ্যে অবসরজনিত কারণে আরো ১০ হাজারেরও বেশি পদ শূন্য হয়। এই অবস্থায় ৫৮ হাজার পদে শিক্ষক নিয়োগের ব্যাপারেও প্রস্তাব করা গত অক্টোবরে। কিন্তু কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত হলো, ৩২ হাজার ৫৭৭ পদেই জনবল নিয়োগ দেওয়া হবে।
মন্তব্য( ০ মন্তব্য)