রেলওয়ের খালাসি পদের পরীক্ষা ২৫ নভেম্বর, প্রার্থী আড়াই লক্ষাধিক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২০ PM
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের লিখিত পরীক্ষা হবে ২৫ নভেম্বর ২০২২ সকাল ১০টায়। এ পরীক্ষার সূচি ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। রাজধানীর ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এছাড়া প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের অপশনটিও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রবেশত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৭০, সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর। পাবনা ও লালমনিরহাট ছাড়া সারাদেশের মোট ২ লাখ ৬৭ হাজার ৭২৬ জন প্রার্থী খালাসি পদে চাকরির জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১ হাজার ৮৬ জন বাছাই করে নিয়োগ দেবে রেলওয়ে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর অর্থাৎ সকাল ১০টার পর কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা : https://railway.gov.bd প্রবেশপত্র ডাউনলোড : http://br.teletalk.com.bd
মন্তব্য( ০ মন্তব্য)