logo

ফেসবুক অর্থের বিনিময়ে নীল টিক দেবে: মার্ক জাকারবার্গ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM

ফেসবুক অর্থের বিনিময়ে নীল টিক দেবে: মার্ক জাকারবার্গ
আজ এক ফেসবুক বার্তায় এ ঘোষণা দিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, ‘এ সপ্তাহের শুরুতে আমরা সাবস্ক্রিপশন সেবা “মেটা ভেরিফায়েড” চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, নীল টিক ব্যাজ, সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। আমাদের এই সেবা গ্রাহকের বিশ্বাসযোগ্যতা ও সুরক্ষা বাড়াবে। মেটা ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ সেবা এ সপ্তাহেই চালু হবে। পরে অন্যান্য দেশে সুবিধাটি চালু করা হবে।’
এর আগে অর্থের বিনিময়ে নীল টিক ব্যাজ সুবিধা চালু করেছিল ইলন মাস্কের মালিকানাধীন টুইটার।

মন্তব্য( মন্তব্য)

profile
crime

আরও পড়ুন

crime

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ জেনারেশন বিডি

Development by : M4YOURS IT