চার উদ্যোক্তার ‘সবজিগ্রাম’
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM
সবজিগ্রামের উদ্যোগ ও পথচলা নিয়ে ১৯ অক্টোবর কথা হয় রাহাত কবিরের। সঙ্গে ছিলেন আরেক সহ–উদ্যোক্তা খন্দকার আসাদুজ্জামান। এই স্টার্টআপের অন্য দুই উদ্যোক্তা হলেন কাজল মহারাজ ও মুনতাসীর হাফিজ। প্রথম তিনজন বন্ধু। আর মুনতাসীর হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি রাহাত কবিরের চাচাতো ভাই। সবজিগ্রাম শুরুর আগে রাহাত ও আসাদুজ্জামান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। কাজল মহারাজ ছিলেন ফ্রিল্যান্সার। আর মুনতাসীর ছিলেন প্রবাসে। শুরুর দিকের কথা বলতে গিয়ে রাহাত কবির বলেন, ‘সারা দেশেই কমবেশি সবজি হলেও ঢাকায় নির্দিষ্ট কিছু জেলা থেকে সবজি আসে। কারণ, রাজধানীতে সাধারণত আকারে বড় ও নিখুঁত চেহারার সবজির চাহিদা বেশি। ফলে কোন জেলা থেকে সবজি আসে এবং বেচাকেনা কীভাবে হয়, সেটি জানতে আমরা প্রথমে কারওয়ান বাজারের আড়তদারদের সঙ্গে কথা বলতে যাই। কিন্তু তাঁদের কাছে আমরা পাত্তা পাচ্ছিলাম না। পরে আমরা বুদ্ধি করে ট্রাকচালকের সঙ্গে সখ্য গড়ে তুলি। এভাবে তথ্য সংগ্রহ করতে আমরা উত্তরা ও যাত্রাবাড়ীতেও যাই। এই তিন বাজারে কয়েক রাত কাটানোর পর আমরা শাকসবজির সরবরাহব্যবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা পাই।’
মন্তব্য( ০ মন্তব্য)