logo

পিএসসিতে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM

পিএসসিতে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে ষষ্ঠ, ১০ম ও ১১তম গ্রেডে মোট ২ হাজার ৯৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। আগ্রহীরা ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। যেসব পদে নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স। কারা অধিদফতরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স, রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।

 

পাট অধিদফতরে নেওয়া হবে ১ জন উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে নেওয়া হবে ১০ জন মোটরযান পরিদর্শক এবং মন্ত্রিপরিষদ বিভাগে নেওয়া হবে ১ জন প্রশাসনিক কর্মকর্তা।

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদন ফি: ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা।

মন্তব্য( মন্তব্য)

profile
crime

আরও পড়ুন

crime

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ জেনারেশন বিডি

Development by : M4YOURS IT