logo

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঘোষিত সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকেই শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। পিএসসি সূত্র জানায়, পরীক্ষা পেছানোর মতো দেশে কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ইতিমধ্যে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। তাই পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে লিখিত পরীক্ষা পেছাবে কি না, সে বিষয়ে জানতে অনেক প্রার্থী অফিসে ফোন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কিছু গ্রুপেও গুজব ছড়ানো হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে গত ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। তবে গত পাঁচটি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা ৫ শতাংশের কম।

মন্তব্য( মন্তব্য)

profile
crime

আরও পড়ুন

crime

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ জেনারেশন বিডি

Development by : M4YOURS IT