logo

ইউল্যাবে ক্যাম্পাস টু করপোরেট নিয়ে সেমিনার

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM

ইউল্যাবে ক্যাম্পাস টু করপোরেট নিয়ে সেমিনার

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব রিসার্চ বিল্ডিং অডিটরিয়ামে ২১ জানুয়ারি (শনিবার) বেলা আড়াইটায় ‘পি আর ফর ইউ’ দ্বারা আয়োজিত ইন্টারেক্টিভ কেয়ারের সহযোগিতায় ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের আলোচ্য বিষয় ছিল ইন্টারভিউ শিষ্টাচার এবং করপোরেট কমিউনিকেশন। সেমিনার আলোচনায় বক্তৃতা রেখেছেন অতিথি স্পিকার ‘ইন্টারেক্টিভ কেয়ারস’-এর ফাউন্ডার এবং সিইও রেয়ার আল সামির এবং ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি।

 

‘ইন্টারেক্টিভ কেয়ারস’ হলো একটি বিখ্যাত এডটেক কোম্পানি, যা বিভিন্ন বিষয়ক কোর্স এবং কর্মজীবনের পথের মাধ্যম হিসেবে নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে বিশেষজ্ঞ।

 

সেমিনারে করপোরেট কমিউনিকেশন, সিভি লেখা, ইন্টারভিউ বিষয়ক বিভিন্ন আলোচনা, বর্তমান করপোরেট বিশ্ব সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত, ইন্টার্নশিপ, নেটওয়ার্কিংসহ আরও ছিল সরাসরি বিশেষজ্ঞদের থেকে পরামর্শ ও যোগাযোগ করার সুযোগ।

রেয়ার আল সামির বলেন, ‘ইন্টারভিউ দেওয়ার সময় একজন প্রার্থীর আত্মবিশ্বাস, ইন্টারভিউর পূর্বপ্রস্তুতি, কোম্পানির সম্পর্কে পূর্ব ধারণাসহ বেশ কিছু নিয়মকানুন আছে, যা মেনে চললে তার চাকরির পথ আরও সাবলীল ও সহজ হবে।’

 

সাদিয়া ইসলাম প্রমি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একজন প্রার্থীকে করপোরেট জীবনে কীভাবে কথা বলতে হয়, করপোরেট পরিবেশে মানিয়ে নিতে হয়, সব বিষয়ে ভালো ধারণাসহ দক্ষতা রাখা উচিত।’ তিনি আরও বলেন, ‘ইমেইল লেখা, লিংকড-ইনের প্রোফাইল বানানো, সিভি ও রেজিউমি বিষয়ে, যা একজন শিক্ষার্থীর জন্য পরবর্তীতে করপোরেট কমিউনিকেশনসহ অনেক জায়গায় কাজে লাগতে পারে।’

পরে এক প্রশ্নোত্তর পর্ব ও দলীয় কার্যকলাপ অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় কার্যক্রমের বিজয়ীদের নাম ঘোষণা করাসহ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথি রেয়ার আল সামির ও সাদিয়া ইসলাম প্রমিকে সম্মাননা প্রদান করা হয়।

পুরো সেমিনারে শিক্ষানবিশ অংশীদার হিসেবে ছিল ‘ইউল্যাব টিভি’। এ ছাড়া ইউল্যাবের ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য( মন্তব্য)

profile
crime

আরও পড়ুন

crime

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ জেনারেশন বিডি

Development by : M4YOURS IT