logo

যুব উন্নয়ন অধিদপ্তর ৬৯ লাখ বেকার যুবককে প্রশিক্ষণ দিয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১২:২১ PM

যুব উন্নয়ন অধিদপ্তর ৬৯ লাখ বেকার যুবককে প্রশিক্ষণ দিয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রথানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৬৯ লাখ বেকার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে শত শত উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এবং কয়েক লাখ বেকারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে জাতী যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহরুজ্জামান, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ডা. জহিরুল ইসলাম, গাজীপুর যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ প্রমুখ। পরে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বেকার যুবদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ করেন।

মন্তব্য( মন্তব্য)

profile
crime

আরও পড়ুন

crime

আরও পড়ুন

© স্বত্ব © ২০২৪ জেনারেশন বিডি

Development by : M4YOURS IT